উত্তরদিনাজপুর

আগামী ১৪ মে রায়গঞ্জ পুর সভার নির্বাচনকে সামনে রেখে জোর কদমে ভোট প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল

উন্নয়নের প্রসঙ্গে তৃনমূল ছাড়া অন্য কোন বিকল্প নেই ? এই বার্তা নিয়ে জোর কদমে  ভোট প্রচারের নামলো তৃনমূল কংগ্রেস। আগামী ১৪ মে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুর সভার নির্বাচন হতে চলেছে। সেই কারনে রাত দিন এক করে সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভোট প্রচারে নেমে পড়েছে জোর কদমে। কেউ এক ইঞ্চি জমি ছাড়তে চায় না। কেউ বিগত দিনের  উন্নয়নকে হাতিয়ার করে ভোটের ময়দানে নেমেছে। আবার কেউ রাজ্যের উন্নয়নের সাথে সামিল হতে গেলে তাদের সাথে যেতে হবে আবার কেউ কেন্দ্রের সাথে উন্নয়নের সাথে গেলে তাদের সাথে যেতে হবে এই ভাবেই চলছে ভোট প্রচার। বুধবার রাতে তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে প্রচারে নামলেন উত্তর দিনাজপুর জেলার তৃনমূল পর্যবেক্ষক  তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি। এদিন রাতে তিনি কয়েকটি ওয়ার্ডে  তৃনমূলের প্রার্থীদের হয়ে  নির্বাচনি প্রচার করেন।

তৃনমূল কংগ্রেস প্রার্থী থাকা সত্ত্বেও যে সমস্ত তৃনমুল কর্মী নির্দল প্রার্থী হয়ে প্রতিদন্দীতা করছেন দলের সাথে তাদের কোন প্রকার  সম্পর্ক নাই বলে  ঘোষনা করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। পাশাপাশি তিনি আরও বলেন, রায়গঞ্জের প্রধান সমস্যা গুলো যেমন জল নিকাসি ব্যবস্থা, যানজট ও রেল এই সমস্যা গুলির সমাধান করার জন্য এখনও পর্যন্ত কোনরকম উদ্যোগ নিতেও দেখা যায়নি প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সি, বিধায়ক তথা প্রাক্তন পুর প্রধান মোহিত সেনগুপ্তকে। উন্নয়নের প্রসঙ্গে তৃনমূল ছাড়া অন্য কোন বিকল্প নেই। তাই রাজ্যের উন্নয়নে সামিল হতে তৃনমুল কংগ্রেসকে পুরসভা নির্বাচনে জয়ী করার আবেদন জানান শুভেন্দু বাবু।